Central Women's College | First private women's college in Bangladesh
College Code: 1753(DB), 6443(NU) | EIIN:108512

Departments of English

<h4 style="text-align:center"><span style="color:#f39c12"><u><strong><span style="font-size:24px">পদার্থবিজ্ঞান বিভাগ</span></strong></u></span></h4> <p style="text-align:justify"><span style="color:#2980b9"><span style="font-size:14px">সেন্ট্রাল উইমেন্স কলেজের <strong>পদার্থবিজ্ঞান বিভাগ</strong> শিক্ষার্থীদের জন্য একটি উৎকৃষ্ট একাডেমিক পরিবেশ গড়ে তুলেছে। মানসম্মত শিক্ষা, নিবিড় দিকনির্দেশনা এবং সৃজনশীল কার্যক্রমের জন্য বিভাগটি জাতীয় পর্যায়ে সুপরিচিত। এটি কলেজের অন্যতম সক্রিয়, প্রাণবন্ত ও ফলপ্রসূ বিভাগ।</span></span></p> <p style="text-align:justify"><span style="color:#2980b9"><span style="font-size:14px">বিভাগটির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার সমন্বয়ে একটি দৃঢ় ভিত্তি তৈরি করা, যা উচ্চশিক্ষা ও পেশাগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত সম্পদের মধ্যেও কার্যকর একাডেমিক প্রোগ্রাম পরিচালনার মাধ্যমে বিভাগটি শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা প্রদান করে থাকে।</span></span></p> <p style="text-align:justify"><span style="color:#2980b9"><span style="font-size:14px">বর্তমানে এখানে কয়েকজন অভিজ্ঞ ও সহায়ক শিক্ষক কর্মরত আছেন, যারা শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতিতে নিবেদিতভাবে কাজ করছেন। এইচএসসি শিক্ষার্থীদের পাশাপাশি গণিত বিভাগের স্নাতক শিক্ষার্থীরাও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। পাঠ্যক্রমে পদার্থবিজ্ঞানের প্রধান বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সকল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রাসঙ্গিক ও উপকারী। উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিভাগের শিক্ষকরা শুধু নিজেদের বিভাগের শিক্ষার্থীদের সঙ্গেই নয়, বরং কলেজের অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও আন্তরিক সম্পর্ক বজায় রাখেন। এমনকি অভিভাবকদের সঙ্গেও তাঁরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করে থাকেন।</span></span></p> <p style="text-align:justify"><span style="color:#2980b9"><span style="font-size:14px">শিক্ষাদানের পাশাপাশি বিভাগটিতে রয়েছে একটি সুসজ্জিত ল্যাবরেটরি, যেখানে এইচএসসি ও স্নাতক স্তরের জন্য প্রয়োজনীয় সব ধরনের ল্যাব সুবিধা বিদ্যমান।</span></span></p> <p style="text-align:justify"><span style="color:#2980b9"><span style="font-size:14px">বাংলাদেশের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞান বিভাগগুলোর মধ্যে স্থান করে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা আমাদের শক্তি হিসেবে কাজ করছে।</span></span></p> <p style="text-align:justify"><span style="color:#2980b9"><span style="font-size:14px">এছাড়াও বিভাগটি <strong>সেন্ট্রাল উইমেন্স কলেজ সায়েন্স ক্লাব</strong> পরিচালনায় নেতৃত্ব দিয়ে আসছে, যা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করছে।</span></span></p>